নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীতে বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষমেলার বর্ণাঢ্য র্যালী ওআলোচনা সভা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন বন বিভাগ ও কৃষি সম্পসাররণ অধিদপ্তর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষমেলার উদ্বোধন করেন সাবেক সংস্কৃকি মন্ত্রী আসাদুজ্জামান নুর।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন,সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।বিশেষ অতিথী ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম,জেলা আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ,সদর উপজেলার চেয়ারম্যান সাঈদ মাহমুদ,ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম আজহারুল ইসলাম।এসময় বৃক্ষ রোপন ও ছাত্র ছাত্রীদের মাঝে ৫ হাজার বিভিন্ন ধরনের ফলজ ও ঔষুধী গাছ বিতারণ করা হয়।এর আগে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।