কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধি ,
আজ বুধবার(২৪ জুলাই) দুুুপুরে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন সাম্প্রতিক ছেলে ধরা সম্পর্কে সারাদেশব্যপী যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তা আমাদের বিবেক কে নাড়া দিয়েছে। যেখানে ঘটনায় আহত কিংবা নিহত কোন ব্যক্তি কোনভাবেই দোষী নয়।এটা নিছক গুজব মাত্র। গাইবান্ধাবাসীকে এ সকল গুজব সম্পর্কে সচেতনতাসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে অনুরোধ করেন।সেই সাথে তিনি কাউকে ছেলেধরা হিসাবে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানায় অভিযোগ দিতে বলেন। এক্ষেত্রে জনসচেতনতার জন্য এক লাখ লিফলেট বিতরণ করা হবে বলেও জানান তিনি।
সেই সাথে প্রিয়া সাহার বিষয় টি নিয়েও আলোচনা করেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন প্রিয়া সাহার বক্তব্য সম্পুর্নভাবে তার ব্যক্তিগত এ নিয়ে জেলার নানান মানুষের মুখে নানান কথা শোনা যাচ্ছে এবং ফেসবুকে নানামুখী লেখালেখি হচ্ছে।
বিষয়ে জেলাবাসীকে সতর্ক করে বলেন কোন ভাবেই কোন ধর্মের মানুষ কে হেয়প্রতিপন্ন করে কথা বলা যাবেনা এবং ফেসবুকেও কাউকে বা কোন ধর্মের মানুষকে আক্রমণ করা যাবে না। অনলাইনে জেলা পুলিশের সাইবারটিম এক্টিভ থেকে সকল প্রকার গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য মোকাবিলায় মনিটরিং করছে বলেও জানান তিনি।