জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
জলঢাকা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক,জলঢাকা থিয়েটার মঞ্চ ও সামাজিক সংগঠন ” বন্ধন ” এর সাধারন সম্পাদক সাংবাদিক আবেদ আলী’র স্ত্রী আতিকজন বেগম সোমবার রাত ২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন…! মৃত্যু কালে বয়স হয়েছিল (৩৫) বছর। সাংবাদিক স্ত্রী আতিকজন বেগম দীর্ঘদিন থেকে জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র সন্তান, শ্বশুড় শ্বাশুড়ি, বাবা-মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আবেদ আলীর স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবারটির প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেছেন জলঢাকা প্রেসক্লাব সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মাহাবুবর রহমান মনিসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।