রাবি প্রতিনিধি ,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) দেওয়া নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাবি ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দুধে এন্টিবায়োটিক-সীসা, মাংসে কোলস্টেরল পাওয়া যাচ্ছে। পশুর সামান্য জ্বরেও ডিপ্লোমাধারী ডাক্তাররা এন্টিবায়োটিক ব্যবহার করছে। শিশু থেকে শুরু করে সবাই এই এন্টিবায়োটিকের শিকার হচ্ছে। এমন ভুল চিকিৎসা চলতে থাকলে দেশের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।’ তিনি অবিলম্বে ডিপ্লোমাধারী প্রাণি চিকিৎসকদের বিভিসি নিবন্ধন বাতিলের দাবি জানান।
বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা মিলি বলেন, ‘আমরা পাঁচ বছর পড়াশুনা শেষে ইর্ন্টানি করার পর বিভিসির নিবন্ধন পাই। সেখানে প্যারাভেটরা এসএসসি পাশ করে তিন বছরের কোর্স করেই আমাদের সমপর্যায়ে আসছে। বিষয়টি আমাদের সম্মানের সঙ্গে যুক্ত। ভেটেরিনারি কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টিপাত করার দাবি জানচ্ছি।’
এসময় সমাবেশে বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#