কামরুল হাসান ,গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠিত হয়েছে। বিকালে মথুরাপুর বাজারে প্রধান অতিথি হিসাবে এক’শ বন্যা দুর্গত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী চাল,ডাল,তেল প্যাকেজ বিতরন করেন, স্থানীয় সরকার গাইবান্ধার উপ-পরিচালক রোখছানা বেগম।উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সঞ্চালনায়,ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মতিউর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে প্রধান অতিথি ওই এলাকায় পানিতে ডুবে নিহত শিশুর পরিবারের হাতে অর্থিক সহায়তা প্রদান করেন।