ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
খালেদা জিয়াসহ দলের অন্যদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

খালেদা জিয়াসহ দলের অন্যদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি ।

ঢাকা প্রতিবেদক,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াসহ দলের অন্য নেতা-কর্মীদের মুক্তির জন্য আন্দোলন আরও বেগবান করা হবে। আন্দোলন বেগবান করতে তাঁরা শপথ নিয়েছেন। তাই খালেদা জিয়াসহ দলের অন্যদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
আজ শুক্রবার সকালে সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, শ্রদ্ধা নিবেদনের সময় তাঁরা খালেদা জিয়ার মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করতে শপথ নিয়েছেন। এ ছাড়া অন্য নেতা-কর্মীদের মুক্ত করতে, তাঁদের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বিএনপি আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে বলে জানান তিনি। খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তাঁর ভাষ্য, ‘মিথ্যা মামলায় বেআইনিভাবে তাঁকে (খালেদা জিয়া) ১৮ মাস যাবৎ আটক করে রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ।’ শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসানসহ প্রমুখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST