কক্সবাজার প্রতিনিধি ,
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে সাত লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে উল্টে দেয়া নৌকা তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিক। তিনি জানান, নৌকা উল্টে দিয়ে পাচারকারীরা সাঁতরে কূলে উঠে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ইয়াবা ও নৌকাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার (২৬ জুলাই) মধ্যরাতে খবর আসে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদ পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে। এ খবরে কোস্টগার্ডের একটি টিম বিশেষ অভিযানে বেরিয়ে নদীতে সন্দেহজনক একটি কাঠের নৌকাকে ধাওয়া করে। নৌকাটি কিছুদূর গিয়ে উল্টে যায় এবং এর আরোহীরা সাঁতরে পাড়ে উঠে জঙ্গলে আত্মগোপন করে। পরে ভাসমান নৌকাটিতে তল্লাশি করে কয়েকটি বস্তা থেকে সাত লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।