ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
রাবিতে ভর্তি ফরমের ‘উচ্চমূল্য নির্ধারণ’র প্রতিবাদে মিছিল ও সমাবেশ ।

রাবিতে ভর্তি ফরমের ‘উচ্চমূল্য নির্ধারণ’র প্রতিবাদে মিছিল ও সমাবেশ ।

রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের ‘উচ্চমূল্য নির্ধারণ’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ হয়েছে। আজ রোববার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৮০ টাকা। আমরা সবাই জানি, রাষ্ট্র এখন নানা সমস্যায় জর্জরিত। দেশের উত্তরবঙ্গে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে। ঠিক এমন সময় প্রশাসন এমন অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যেটা কখনো কাম্য নয়। প্রশাসনের এ সিদ্ধান্ত যে সম্পূর্ণ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নেওয়া এতে কোন সন্দেহ নেই।

আজ রাকসু নেই বলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কেউ নেই। আর প্রশাসন চায় না যে রাকসু হোক, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কেউ কথা বলুক। তাই সাধারণ শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এরকম অমানবিক সিদ্ধন্তের এখনই লাগাম টানতে হবে। নাহলে এ বছর যেটা ২ হাজার টাকা সেটা আগামী বছর হবে ৪ হাজার টাকা। প্রশাসনকে বুঝাতে হবে শিক্ষা কোনো বাণিজ্য নয়, শিক্ষা সামাজিক অধিকার।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করেছে তাতে মনে হয় যে নি¤œবিত্ত ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার নেই। একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যদি এতো টাকা লাগে তাহলে গরিব মেধাবী শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে কিভাবে? তাই প্রশাসনের এরকম অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার আন্দেলন গড়ে তুলে প্রাণের বিদ্যাপীঠকে ব্যবসায়িক প্রাতিষ্ঠানিকীকরণের চক্রান্ত রোধ করতে হবে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রনজু হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকি, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিল, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও আরেফিন মেহেদী, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিদম শাহরিয়ার, বাংলা বিভাগের শিক্ষার্থী হরোপাদিত্য প্রমুখ।

এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একজন ভর্তিচ্ছুর প্রাথমিক আবেদন করতে ৫৫ টাকা ও চূড়ান্ত আবেদন করতে ১৯৮০ টাকা লাগবে।#





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST