ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর ডিমলা উপজেলায় সোমবা (২৯-জুলাই) ১১ টায় পল্লীশ্রী ইউনিট কার্যালয়ে ডিমলা রিপোর্টার্স ইউনিটি ও ডিমলা প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় “অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যা শিশু সুরক্ষা” প্রকল্প বিষয়ে বিষদ আলোচনা হয়। সভায় আলোচ্য বিষয় ছিলো বিশেষ করে নারী ও কন্যা শিশু নির্যাতনের স্বীকার ব্যক্তি, অতিদরিদ্র (বিধবা, প্রতিবন্ধী,নিসঙ্গতা) কন্যা, পুরুষ, কিশোর এবং যুবক মানবধিকার ন্যায় বিচার পাবে বলে প্রকল্পের লক্ষ্য। শামীমা বেগম পপি, প্রকল্প সমন্বয়কারী মানুষের জন্য ফাউন্ডেশন এর সভাপতিত্বে মতবিনিময় সভাটি শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন- পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের প্রধান সমন্বয়কারী বাবু পুরান চন্দ্র বর্মন ও রিপোর্টার্স ইউনিয়টির সভাপতি বাদশা সেকেন্দার (ভুট্টু), সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়েন কবির, মাসুদা আক্তার পারভীন (পিএফ), সাহিদুর রহমান (আকাশ) প্রমুখ। প্রকল্পটি সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা এই প্রকল্পটি নীলফামারী জেলার ডিমলা উপজেলায় খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ২টি ইউনিয়নে ৯৬ টি গ্রামে ৯৬০০ লোকসংখ্যা নিয়ে ৩ বছর মেয়াদে কাজ করে যাচ্ছেন বলে সংবাদকর্মীদের জানান। ভবিষ্যতে আরো ভালো করে যাহাতে প্রকল্পের কাজ করতে পারে তাহারও সার্বিক সহযোগিতা কামনা করেন।