কামরুল হাসান ,গাইবান্ধা প্রতিনিধি ,
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে গাইবান্ধায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা সম্মেলন কক্ষে সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরনে দাড়িয়েনএক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মো:আব্দুল মতিন এর সভাপতিত্বে বিষয়টির আলোকপাত তুলে ধরেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: আলমগীর কবির বাদল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা সদর এর অতিরিক্ত পুলিশ সুপার, আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকতা মোশাররফ হোসেন খান প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ। বক্তব্যে জেলা প্রশাসক, ১৫ আগষ্ট প্রত্যেকটি অফিস ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে পতাকা নতুন করে রক্তিম লাল ও গাঢ় সবুজ রঙ বানিয়ে পতাকার নিদিষ্ট সাইজ অনুসারে অর্ধনির্মিত রাখতে নির্দেশনা দেন। শিশু একাডেমীকে তার বাচ্চাদের নিয়ে বক্তৃতা প্রদানের নির্দেশনা, এনজিওদেরকে এ বিষয়ে কর্মসূচী পালন, এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোকে কর্মসূচি পালন করতে বলেন। জেলা প্রশাসন এর কর্মসূচীতে রয়েছে- সূর্যোদয় এর সাথে সাথে পতাকা অর্ধনির্মিত রাখা।সকাল ৭ টায় দোয়া মাহফিল। সকাল ৯ টায় পৌর পার্কের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন শেষে একটি বর্ণাঢ্য শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে