ঘোষনা:
শিরোনাম :
ভর্তি ফি কমানোসহ চার দফা দাবি রাবি শিক্ষার্থীদের

ভর্তি ফি কমানোসহ চার দফা দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ¯œাতক ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫০০ টাকায় সীমাবদ্ধ করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা, প্রতি ইউনিটে ৩২ হাজার নির্বাচন পদ্ধতি বাতিল করা ও নতুন বিভাগ খোলা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীরা অধিকাংশ নি¤œ-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর। রাবিতে যে আবেদন ফি করা হয়েছে তা অযৌক্তিক। তাদেরকে ১৯৮০ টাকা দিয়ে একটি ফরম উঠানোর পর পরীক্ষা দিতে আসতে ২ হাজার বা তারও বেশি টাকা খরচ হবে যা একজন মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টসাধ্য।

একজন শিক্ষার্থী শুধু তার নিজের যে বিভাগ সেখানে পরীক্ষা দিতে পারবে। কিন্তু যারা গতবারের নিয়মে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কি হবে? ভর্তি পরিক্ষার আর বাকি মাত্র দুইমাস। এখন পরীক্ষায় হঠাৎ করে নিয়ম পরিবর্তন মেনে নেওয়ার মতো নয়।

মানববন্ধন চলাকালীন উপস্থিত হয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের বলেন,‘গতবছর মোট ৫টি ইউনিটে ভর্তির সুযোগ ছিল। সেখানে তাদের সব ইউনিটে আবেদন করার জন্য খরচ হতো ৫ হাজার টাকার বেশি। এবার মাত্র ৩টি ইউনিট করা হয়েছে। আর একজন শিক্ষার্থী মাত্র একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যার জন্য আবেদন ফি ধরা হয়েছে ১৯৮০ টাকা যা গত বছরের তুলনায় অনেক কম।’ তিনি শিক্ষার্থীদের কোন যৌক্তিক দাবি থাকলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বরাবর লিখিত আবেদন দিতে বলেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউডের শিক্ষার্থী খন্দকার নাসিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান সজল ও তানজিম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST