কামরুল হাসান, গাইবান্ধা প্রতিনিধি ,
গাইবান্ধার সদর উপজেলার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিকাল ৩ টার সময় মালিবাড়ির গোডাউন বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান-আরিফ হোসেন (৩০) মোটরসাইকেল নিয়ে গোডাউন বাজার ব্যাপারি পাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হয়। আরিফ হোসেন নেভি কোম্পানীর জেলারেল ম্যানেজার কর্মরত ছিল।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার খান মো.শাহরিয়ার জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করলেও ট্রাক্টর চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানা একটি মামলার প্রস্তুতি চলছে ।