রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগসহ চার দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখিত চার দফা দাবিগুলো হল – ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে, প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন বাতিল করতে হবে এবং নতুন বিভাগ খুলতে হবে।এসময় উপস্থিত ছিলেন- রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রচার সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক আবুল বাশার প্রমুখ।#