কুমিল্লা প্রতিবেদক,
কুমিল্লার চৌদ্দগ্রামে ভিটা ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে গরুবাহী একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়টি গরু মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার লাঠিমা গ্রামের খোকন মিয়া (৪০), একই গ্রামের সামিউল (৪৫) ও সিরানন্দী গ্রামের আনোয়ার হোসেন (৪২)।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, ঝিনাইদহ থেকে গরুবাহী একটি ট্রাক চৌদ্দগ্রামের উদ্দেশে আসছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের ভিটা ওয়ার্ল্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মারা যায় ছয়টি গরুও।