কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী কিশোরগঞ্জের অবিলের বাজরে ট্রাকের চাপায় এক ব্যাক্তির মুত্যু হয়েছে।আজ সকালে রংপুর-জলঢাকা সড়কে অবিলের বাজারে সামনে সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে ইয়াকুব আলী(ঘটেয়া) (৫০)মৃত্যু হয়।অবিলের বাজারের পার্শ্বে মৃত্যু বাচ্ছা মামুদের ছেলে।এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন,ঘটনাস্থলে পুলিশ গেছ,মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।