নীলফামারী মিডিয়া সেল।
Sim Card Cloning এর অর্থ হল একটি সিম কার্ডের নাম্বারের অনুরূপ আরেকটি সিম কার্ড তৈরী করা। সাম্প্রতিক সময়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মোবাইল নম্বর ‘ক্লোন’ করে প্রতারণা করছে কয়েকটি চক্র। সম্প্রতি বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের ও উপজেলা নির্বাহী অফিসারদের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবিসহ নানাভাবে প্রতারণা করার চেষ্টা চালানো হচ্ছে। কতিপয় দুস্কৃতকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন ব্যক্তিকে ল্যাপটপ কিংবা অন্য কোন সামগ্রী প্রদানের প্রলোভন দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য অনুরোধ করছে। এবিষয়ে সকলকে সতর্ক হওয়ার জন্য এবং কোন রকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল। কোন প্রকার অসংগতিপূর্ণ বার্তা পেলে তা দ্বিতীয় কোন মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করে যাচাই করে নিন। এছাড়া সাথে সাথে সরকারি সেবা হটলাইনের ৩৩৩/৯৯৯ এ ফোন করে কিংবা নিকটস্থ থানায় প্রতারণার বিষয়টি দ্রুত অবহিত করুন।
@সচেতনতাই পারে প্রতারণাকে অনেকাংশে রুখে দিতে.. সচেতন হউন, নিরাপদ থাকুন।মিডিয়া সেল নীলফামারী।
@৩১-০৭-২০১৯খ্রিঃ