ঘোষনা:
জলঢাকায় দাফনের ৩০ দিন পর লাশ উত্তোলন ।

জলঢাকায় দাফনের ৩০ দিন পর লাশ উত্তোলন ।

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় উপজেলার কাঠালী ইউনিয়নে ৩০দিন পর গূহকর্মী আছিয়া বেগম”র লাশ কবর থেকে উত্তোলন করা হয়। বুধবার দুপুরে নীলফামারীর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম”র নেতৃত্বে এ লাশ উত্তলনের সময় উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রুহুল আমিন, নীলফামারী জেলা মেডিকেল অফিসার ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, ওসি মোস্তাফিজুর রহমান। উলে¬¬খ্য, গত ৩০ জুন/১৯ গভীর রাতে ডাঃ সাখাওয়াত হোসেন শাহিন”র বাসায় গূহকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করা অবস্থায় আছিয়া বেগমের মৃত্যু হয়। পরের দিন দুপুরে ডাঃ সাখাওয়াত হোসেন শাহিনর গ্রামের বাড়ি কাঠালী ইউনিয়নে তার দাফন সম্পন্ন করা হয়। গত ০২ জুলাই/১৯ ঐ গৃহকর্মীর ভাই আশরাফুল হক বাদী হয়ে নীলফামারী আমলী আদালতে ডাঃ শাহীনকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ উত্তোলন শেষে মামলার বাদী ওই গৃহকর্মীর ভাই আশরাফুল হক বলেন, আমার বোনের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাই আমি মামলা দায়ের করি। তারই প্রেক্ষিতে আজ আমার বোনের লাশ উত্তোলন করা হয়েছে। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, আদালতের নির্দেশে আমরা আজ এ লাশ উত্তলন করলাম। ডাঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমরা লাশ উত্তোলন করলাম, পোস্ট মডেমের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হল। এ বিষয়ে  ডাঃ শাহীন বলেন, যেহেতু মামলাটি তদন্তাধীন রয়েছে সে কারনে আমি কোন মন্তব্য করতে চাই না।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST