ঘোষনা:
শিরোনাম :
ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার
গাইবান্ধায় অর্ধমাসেও ঝুলছে রেললাইন : বিকল্প ট্রেন চলাচল ব্যবস্থা শুরু

গাইবান্ধায় অর্ধমাসেও ঝুলছে রেললাইন : বিকল্প ট্রেন চলাচল ব্যবস্থা শুরু

 কামরুল হাসান ,গাইবান্ধা প্রতিনিধি,
লালমনি-সান্তাহার রুটে গাইবান্ধার ত্রিমোহিনী থেকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত ১ হাজার ফুট রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী ঢাকার সাথে সরাসরি ট্রেন চলাচল একটানা ১৫ দিন যাবত বন্ধ রয়েছে। রেল লাইন মেরামতের কাজ অব্যাহত থাকলেও আসন্ন ঈদুল আজহার আগে ট্রেন চলাচল পুনঃরায় চালু হবে কিনা সে বিষয়টি অনিশ্চিত। এতে গাইবান্ধা-সান্তাহার রুটের যাত্রীরা ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তবে বর্তমানে লোকাল এবং মেইল ট্রেন গাইবান্ধা থেকে বোনারপাড়া পর্যন্ত ট্রানজিট পদ্ধতিতে চলাচল অব্যাহত রয়েছে। এদিকে লালমনিরহাট ও দিনাজপুর থেকে ডাউন ট্রেনগুলো গাইবান্ধা স্টেশন পর্যন্ত চলাচল করছে। অপরদিকে সান্তাহার জংশন থেকে বোনারপাড়া পর্যন্ত মেইল ও লোকাল ট্রেনগুলো চলাচল করছে। এছাড়া আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি পার্বর্তীপুর-সান্তেহার হয়ে ঢাকায় যাতায়াত করছে।
এদিকে রেলওয়ে সুত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত- বোনারপাড়া-গাইবান্ধার রেলপথ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার বোনারপাড়া-সান্তাহার রুটে রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস বগুড়া, সোনাতলা ও বোনারপাড়ার ঢাকাগামী/ঢাকা ফেরত যাত্রীদের জন্য সান্তাহার জংশনে বিশেষ শাটলের সংযোগ নিশ্চিত করেছে। আপ রংপুর এক্সপ্রেস শাটল (শাটল-২) সান্তাহার ছাড়বে ৩টা ২০ মিনিট এবং বোনারপাড়া পৌছাবে ৪টা ৫০ মিনিটে। ডাউন রংপুর এক্সপ্রেস শাটল বোনারপাড়া ছাড়বে রাত ১০টা ১১ মিনিটে ও সান্তাহার পৌছাবে রাত ১১টা ৪৫ মিনিটে। আপ লালমনি এক্সপ্রেস শাটল সান্তাহার ছাড়বে সকাল ৯ টা ও বোনারপাড়া পৌছাবে ১০টা ৩২ মিনিটে। ডাউন লালমনি এক্সপ্রেস শাটল (শাটল-১) বোনারপাড়া ছাড়বে সকাল ১১টা ৪৫ মিনিটে ও সান-াহার পৌছাবে দুপুর ১টা ২০ মিনিটে। শাটলগুলোয় এতদঞ্চলের যাত্রীরা ঢাকার টিকেট কেটে নিশ্চিতভাবে সান্তাহারে আন্তনগর ট্রেনে চলাচল করতে পারবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST