রতনকুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ। প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারী দপ্তরের প্রধান,ইউপি চেয়ারম্যান,শিক্ষক,সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।