নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে হামিদুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিলাহাটি গোসাইগঞ্জ এলাকায় নিজ বাড়ির পার্শে^ সেচ পাম্পে সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামিদুল ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার গোলজার হোসেনের ছেলে।
ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক জানায়, দুপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিং চলাকালীন সময়ে তার বাবা ও দুই ভাই মিলে বাড়ির পাশেই সেচ পাম্পের সংযোগে তার মেরামত করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসায় হামিদুল বিদ্যুতায়িত হয়ে যায়। হামিদুলের বাবা ও আরেক ভাই দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেও তাকে বাচাঁনো সম্ভব হয়নি।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগ না থাকায় নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।