রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এডিস মশক নিধন এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য চার দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপাচার্যের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের সকল ড্রেন, জলাশয় এবং ঝোপঝাড় পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ, মশক নিধন অভিযান পরিচালনা, ক্যাম্পাসে এবং আবাসিক শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডেঙ্গু পরীক্ষা ও উক্ত রোগের চিকিৎসার ব্যবস্থা করা।স্মারকলিপিতে বলা হয়, ‘সম্প্রতি রাজধানী ঢাকায় মহামারী আকার ধারণ করা ডেঙ্গু রোগ আজ দেশের ৫৯ টি জেলায় ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত দেশে প্রায় ১৫,৩৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ৩১ জন উক্ত রোগী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীতে এখন পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।’এতে আরো বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই ৯ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে যদি সঠিক সময়ে যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে অচিরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ এছাড়াও স্মারকলিপিটির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর দফতরে প্রদান করা হয়।