জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় পুলিশের নামে প্রত্যারনার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই প্রত্যারক যুবকের নাম জুয়েল (২৭)। সে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ এলাকায় বাচ্চা মামুদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত জুয়েল দীর্ঘদিন ধরে পুলিশের নাম করে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে প্রত্যারনা করে আসছিল। ঘটনার দিন শুক্রবার রাতে পৌর শহরে ব্যবসায়ীদের কাছে পূণরায় প্রত্যারনার করতে গেলে ব্যবসায়ীদের মনে সন্দেহ জাগে। ফলে তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটককৃত যুবককে থানায় নিয়ে যান। ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত জুয়েল পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সাথে প্রত্যারনা করে আসছিল।