কামরুল হাসান, গাইবান্ধা প্রতিনিধি ,
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির স্বীীকার সিদ্দিক(২০)নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি এ,কে,এম মেহেদী হাসান জানান, রোমিও সিদ্দিক(২০),গোবিন্দঞ্জের কামারদহ ইউনিয়নের, বকচরের বুলু মিয়ার পুত্র । প্রেমিকার সাথে পরিকল্পনা অনুযায়ী বোরকা পরে আজ রাত অনুঃ ৮টার পর দেখা করার জন্য কোচাশহর এলাকায় যায় সে।এসময় গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে কৌতূহল বশত একজন এই মেয়ে বলে পিছন হতে ডাক দিলে রোমিও সিদ্দিক ধরা পড়ার ভয়ে প্রাণপনে দৌড় দেয়। এতে এলাকাবাসী ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে রোমিও কে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য একটি বাড়িতে আবদ্ধ করে রাখে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে যাওয়ায় বিভিন্নভাবে জনসাধারণের উপস্থিতি বাড়তে থাকে। পরে উত্তেজিত জনতা ছেলেটিকে মারপিট করার জন্য উত্তেজিত হয়ে পরে। কিছুক্ষন পর এলাকার চেয়ারম্যান,মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে জনগনের কোপানল হতে প্রেমিক সিদ্দিককে রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয়।এমতাবস্থায় আরো পুলিশ পাঠিয়ে রোমিও কে উদ্ধার করে থানায় আনলে রোমিও মুখে উপরোক্ত বিস্তারিত তথ্য জানা যায়।এদিকে ছেলেধরা সন্দেহে বোরখাপড়া যুবকের গণপিটুনিতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় ,ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।