নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিলের উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি (এমপি)। আজ রবিবার (০৪ আগস্ট) নীলফামারী উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিলের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপক পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুনশ্ ি(এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজা’র চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, বিপি ও রংপুর অঞ্চলের কর কমিশনার মোঃ আহসানুল হক, জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী, পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পেীর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মন্জু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বানিজ্য মন্ত্রী টিপু মুনশ্ িবলেন,“ দেশবন্ধু টেক্সটাইল মিলে প্রায় পাচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন শোককে শক্তি করে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে এগিয়ে যেতে হবে।”