রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমার দুইজন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।
শনিবার বিকেলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে আসা দুই যুবকের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। আক্রান্তরা হলেন-ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ষ্টেশনপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাহাবুব আলম(১৯) ও পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল গ্রামের বাবুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম(২৪)। তারা দুজনই শরীরে জ্বর নিয়ে ঢাকা থেকে তাদের নিজ বাড়ীতে আসেন। চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. রায়হান বারী বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ৫টি বেড নিয়ে একটি অবজারভেশন কক্ষ খোলা হয়েছে।এছাড়াও একজন চিকিৎসকের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম সার্বক্ষনিক কাজ করছে। তিনি আরো বলেন,রোগীরা ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে আসেন।