নীলফামারী প্রতিনিধি,
জেলার ডোমারে আশঙ্কাজনক হারে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা থেকে ডোমারে আসা মানুষজনের শরীরেই ডেঙ্গু রোগ ধরা পড়ছে। গত দুইদিনে ঢাকা থেকে ফিরে আসা ৬ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । রোববার চারজনের শরীরে ডেঙ্গু পজেটিভ ধরা পড়লে তাদের রবিবারেই রংপুরে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। সোমবার বিকাল পযর্ন্ত আরো দুই জনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তাদের সোমবার বিকালেই উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার যাদের শরীরে ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে তারা হলো,ডোমার পৌরসভার পুর্ব চিকনমাটি সবুজ পাড়ার বুলবুল ইসলামের ছেলে সজীব(১৯) ও আন্ধারুর মোড় এলাকার মৃতঃ আতিয়ার রহমানের ছেলে দুখু মিয়া(২২)। আক্রান্ত দুজনেই জ্বর নিয়ে নীলসাগর ট্রেনে ডোমারে এসেছে। পরে তাদের ডেঙ্গু পরীক্ষা করা হলে তাদের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। এদিকে ডোমারে ডেঙ্গু পরীক্ষার কীট শেষ হওয়ায় ডেঙ্গু পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন। তবে চাহিদা আরো পাঠানো হয়েছে কীট আসলেই আবারো ডেঙ্গু পরীক্ষা করানো সম্ভব হবে। তবে অতিরিক্ত জ্বরের রোগী আসলেই আমরা রংপুরে গিয়ে তাদের ডেঙ্গু পরীক্ষার জন্য অনুরোধ করছি।
ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হান বারী জানান,সোমবার বিকাল পযর্ন্ত ছয়জন ডেঙ্গুরোগীকে সণাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা জ্বর নিয়ে হাসপাতাল এসেছিল ।পরীক্ষায় ডেঙ্গু নিশ্চিত হওয়ায় তাদের রংপুরে প্রেরন করা হয়েছে । এ পযর্ন্ত ১০টি কীটস আমরা পেয়েছি যা শেষ হয়ে গেছে।