স্টাফ রিপোর্টার ,
কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার বিকালে নব নিযুক্ত নীলফামারী জেলা প্রশাসক বিভাগীয় কর্মকর্তা সহ সকল স্তরের পেশাজীবিদের সাথে মতবিনিময় করেছেন।
কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে নব নিযুক্ত নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সমস্যা, সম্ভবনা ও সফলতার কথা শুনেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা আক্তার, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, সকল ইউপি চেয়ারম্যান, কিশোরগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসরারুল ইসলাম ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল।