ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

 

ঢাকা প্রতিনিধি,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৭ হলো।

মারা যাওয়া রোগীদের নাম মনোয়ারা বেগম (৭৫), আমজাদ মণ্ডল (৫২) ও হাবিবুর রহমান (২১)।

মনোয়ারা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহমেদপুর এলাকার আবদুল হাইয়ের স্ত্রী। তিনি মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত মনোয়ারাকে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

মনোয়ারার ছেলে মোশারফ হোসেন সেলিম জানান, এক সপ্তাহের ডেঙ্গু জ্বরে মাকে হারালেন তিনি।

আমজাদ মন্ডল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেতুয়া ধারাগ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল হামিদ মন্ডল। গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।

নিহতের ছোট ভাই রাশেদ মণ্ডল জানান, তাঁর ভাই গত শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রোগীকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবার। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

হাবিবুর রহমানের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তাঁর পিতার নাম কালাম মাতুব্বর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৩১ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। ঢামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২.৪০ মিনিটে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন তাদের মৃত্যু নিশ্চিত করেন। তিনি জানান, ঢামেকে এখনো পর্যন্ত ১৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST