জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় পাওনা টাকা চাইতে গিয়ে জোবায়ের (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে একজনকে গ্রেফতার করেছে জলঢাকা থানাপুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. নিশান (২৫)। ঘটনাটি উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা মাষ্টারপাড়া এলাকার। এ ঘটনায় নিহতের মা জুলেখা বেগম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। মামলা নং ৬, তারিখ ০৬.০৮.১৯ইং। মামলা সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাচা আইয়ুব আলী সদস্য পদে নির্বাচনের খরচের জন্য ভাতিজা আতাউর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। উক্ত ধারের টাকা দীর্ঘদিন না দেয়ায় ঘটনার দিন টাকা চাইতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আতাউরের ফুফাতো ভাই দশম শ্রেনীর ছাত্র জোবায়ের সংঘর্ষ থামাতে গেলে আসামী পক্ষ তাকে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় জোবায়েরকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মামলার বিষয়টি স্বীকার করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’ #