রতন কুমার রায়-ডোমার ,নীলফামারী ,
“সচেতন হোন সুস্থ্য থাকুন” এই শ্লোগানে নীলফামারীর ডোমারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৭ আগষ্ট) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শহরের উপকন্ঠে অবস্থিত ডোমার বালিকা বিদ্যা নিকেতন ও ডোমার মহিলা কলেজে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা ক্যাম্পেইনে এডিস মশা ও ডেঙ্গু রোগের বিষয়ে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডা.রায়হান বারী। এসময় উপস্থিত ছিলেন,স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক রতন কুমার রায়,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো,সাধারন সম্পাদক রওশন আলম পাপ্পু,স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ)খোরশেদুর রহমান,স্বাস্থ্য সহকারী হামিদুল ফেরদৌস প্রমূখ। এদিকে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্ন ডোমার অভিযান উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা,ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিনুর রহমান প্রমূখ।এ ছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে নিজ নিজ উদ্যোগে পরিছন্নতা অভিযান চালানো হয়।