জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎ লাইন সংস্কারের নামে ঘন-ঘন লোডশেডিং, লো-ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার ব্যবসায়ী ও সুশীল সমাজ। বুধবার দুপুরে পৌরশহরের জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানব্বন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, সাবেক এসডি ও বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, শাহিনুর হক বাবু, রিপন ইসলাম প্রমুখ। ঘন্টাব্যাপী মানব্বন্ধনে বক্তারা বলেন, আগামী ঈদ-উল-আযহার আগেই জলঢাকায় বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তুলে আবাসিক প্রকৌশলীকে প্রত্যাহারের দাবী জানান। এ বিষয়ে নেসকো লিমিটেড এর জলঢাকা আবাসিক প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ”প্রজেক্টের কাজ চলমান রয়েছে সে কারণেই লোডশেডিং। তবে আগামী এক মাসের মধ্যে লো-ভোল্টেজের সমস্যা সমাধান হবে।’ উল্লেখ্য, গত রমজান মাস থেকে জলঢাকায় নেসকোর আওতাধীন ও বিদ্যুৎ গ্রাহকগণ ঘন-ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। #