স্টাফ রিপোর্টার
একজন সাদা পাঞ্জাবী ও একজন প্যান্ট শার্ট পরে উপজেলা পরিষদ চত্বরে হাতে কাস্তে নিয়ে জঙ্গল পরিস্কার করছে। অবিরাম হাতের কাস্তে কাটছে জঙ্গল। কতিপয় ফিটফাট লোককে কাজ করতে দেখে কৌতুহলী কিছু লোক ছুটে গিয়ে অবাক হন। এ যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। এখবর পেয়ে অনেকে ছুটে এসে জঙ্গল পরিস্কার শুরু করেন। এসময় কৌতুহলী একজন বলেন- পাইলট ভাই কি করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পাইলট বলেন- ইউএনওসহ মিলে মিশে হাতে নিয়েছি কাস্তে, এবার করব জঙ্গল ছাপ, জন্মাতে দিব না এডিস মশা, ডেঙ্গু হবে প্রতিরোধ।
গতকাল বুধবার সমগ্র জেলাব্যাপি “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” স্লোগ্নান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সকাল ১০ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এ অভিযান উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথে উপজেলা পরিষদের ভিতরে অবস্থিত সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গল পরিস্কারে নেমে পড়ে। এছাড়া একই সময়ে উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিস, থানা, বিভিন্ন প্রতিষ্ঠান এ অভিযানে অংশ নেয়। এছাড়া সকল নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।