ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু
গোবিন্দগঞ্জে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে জ্বীনের গডফাদার চিনু কানা নিহত।

গোবিন্দগঞ্জে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে জ্বীনের গডফাদার চিনু কানা নিহত।

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধি ,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র কথিত জ্বীনের বাদশার প্রতারক চক্রের গডফাদার ও অস্ত্রধারী সন্ত্রাসী চিনু মিয়া(৩৮) বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন আজ ৯ আগষ্ট ভোর রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ১৮টি মামলার পলাতক আসামী চিনু মিয়া নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে গত ৭ আগষ্ট বুধবার দিনগত রাত আনুমানিক ৮ টার দিকে ১৮ টি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী চিনু মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর গ্রাম হতে আটক করে থানায় নিয়ে আসার পথে চিনু মিয়ার সহযোগীরা এসময় পুলিশের উপর হামলা করে হাতকড়া পড়া অবস্থায় আসামী চিনু মিয়া কে ছিনিয়ে নেয়।

এরপর থেকে চিনু মিয়াকে খুঁজতে থাকে পুলিশ এমন্তাবস্থায় আজ ৯ আগষ্ট রাত আনুমানিক ৪টার দিকে পলাতক আসামী চিনু মিয়াকে পুনরায় বিশ্বনাথপুর গ্রামে গ্রেফতার করতে গেলে চিনুসহ তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে দুইপক্ষে মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ সেখান থেকে একটি পিস্তলসহ দেশীয় অস্ত্র এবং চিনু মিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য ও আহত হয়।

এদিকে চিনু মিয়ার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী জানিয়েছেন চিনু মিয়া এক আতঙ্কের নাম। চিনুর এক চোখ অন্ধ হলেও অপর চোখে ভালোভাবে দেখতে পান এবং এক চোখ দিয়ে দেখেই সে সন্ত্রাসী কার্যক্রম চালাতো।সে সব সময় অবৈধ অস্ত্র বহন করতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো।

গোবিন্দগঞ্জ পুলিশের ইনচার্জ মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চিনুর নামে গোবিন্দগঞ্জ থানায় জ্বীনের বাদশা সেজে প্রতারণা,ধর্ষণ, জবর দখল ও অবৈধ অস্ত্র বহনসহ নানা অভিযোগে দেড় ডজন মামলা ও বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট ছিল এর ভিত্তিতে তাকে গ্রেফতার করতে গেলে গোবিন্দগঞ্জ পুলিশের সাথে বন্দুক যুদ্ধ বাঁধে এবং সে যুদ্ধেই তিনি নিহত হন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST