ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
বরগুনা উপজেলার গোলাঘাটা কড়ইতলায় যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে দৃর্বৃত্তরা। 

বরগুনা উপজেলার গোলাঘাটা কড়ইতলায় যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে দৃর্বৃত্তরা। 

বরগুনা জেলা প্রতিনিধি ,
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরেক যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে দৃর্বৃত্তরা। শনিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত এই যুবক বামনার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামের আবদুর রউফের ছেলে মো. হাবিব (২২)।স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রায় একইভাবে গলায় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে আঘাত করে বন্ড বাহিনী।পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল আজহা উপলক্ষে শনিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন হাবিব। রাত আটটার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ির পাশ্র্ববর্তী ধানক্ষেতে নিয়ে হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করে। এ সময় হাবিবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় হাবিবকে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।তবে হাবিবের স্বজনরা জানান, হাবিবের বড় ভাইয়ের সঙ্গে শত্রুতার জেরে তাদের প্রতিবেশী মোসলেম মল্লিকের ছেলে ধলু ও তার সহযোগীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে।হাবিবের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ভূপেন চন্দ্র মন্ডল বলেন, তাকে জবাই করার চেষ্টা করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের মারাত্মক জখম হয়েছে। জখমের ফলে তার গলার অনেকগুলো রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST