ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
দুই দিনেও আমেরিকা  প্রবাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় জিডি ।

দুই দিনেও আমেরিকা  প্রবাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় জিডি ।

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর ,
আমেরিকা প্রবাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেরিকার নিউইয়র্কের একটি সুপার শপে কাজ করতেন। ২১ জুলাই ছুটিতে লক্ষ্মীপুর আসেন তিনি।
লক্ষ্মীপুরে শাহাদাত হোসেন (২৮) নামে এক আমেরিকা প্রবাসীকে শনিবার বিকেল পর্যন্ত দুই দিনেও কোথাও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহাদাতের বড় ভাই ইমাম হোসেন।স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আবুল কালাম পাটোয়ারীর ছেলে শাহাদাত। তিনি আমেরিকার নিউইয়র্কের একটি সুপার শপে কাজ করতেন। ২১ জুলাই ছুটিতে লক্ষ্মীপুর আসেন তিনি। তার পরিবার জানায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শাহাদাত লক্ষ্মীপুর বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। দুপুর ১টার দিকে মোবাইলে তার সঙ্গে বড় ভাই ইমামের কথা হয়। তখন শাহাদাত দালাল বাজার ছিলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ হয়ে যায়। সম্ভাব্য ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এতে পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছেন। সুস্থ অবস্থায় তাকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। শাহাদাতের বড় ভাই ইমাম হোসেন বলেন, দুইদিন ধরে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে টি-শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, শাহাদাতের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST