নীলফামারী প্রতিনিধি ,
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ১০/০৮/১৯ ইং তারিখ শনিবার রাতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ১১নং সানিয়াজান ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ নিকশেখ সেন্দুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (২৪), পিতাঃ মোঃ মুজিবুর রহমান, সাং-পুর্ব খরিবাড়ী, ইউনিয়ন-টেপাখরিবাড়ী, ওয়ার্র্ড নং-০৪, থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী , মোঃ শায়েজ উদ্দিন (৩৮), পিতাঃ মোঃ হারান আলী, সাং-নিকশেখ সেন্দুর, থানাঃ হাতিবান্ধাা, জেলাঃ লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করে। আসামীদ্বয়কে ধৃত করার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট সরবরাহ করত জানায়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়ের নামে মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।প্রেস বিজ্ঞপ্তি।