ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
জলঢাকায় আ’লীগের শোক র‌্যালিতে হামলার প্রতিবাদে আ’লীগের একাংশের বিক্ষোভ সমাবেশ।

জলঢাকায় আ’লীগের শোক র‌্যালিতে হামলার প্রতিবাদে আ’লীগের একাংশের বিক্ষোভ সমাবেশ।

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আ’লীগের গৃহিত কর্মসূচি ও শোক র‌্যালিতে হামলার অভিযোগে জিরোপয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আ’লীগের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সমাবেশে অভিযোগ করে বলেন ,বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় সেখানে আগে থেকে থাকা সাবেক এমপি সমর্থকরা আ’লীগের শোক র‌্যালীতে হামলা চালায়।এতে পুলিশ সদস্য সহ নেতাকর্মীরা আহত হয়।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনার প্রতিবাদে উপজেলা আ’লীগ জিরোপয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন,উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু,আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অব্যাহতি পাওয়া প্রসিকিউটার ব্যারিস্টার তুরিন আফরোজ, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল,আইন সম্পাদক মহসিন আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন,শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক,শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ,বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন,কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু,উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন ছাদের,সেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন কাদের,সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ। সমাবেশে বক্তারা র‌্যালীতে হামলাকারী চিহ্নিত জামাত শিবিরের ক্যাডারসহ তাদের নেতৃত্বদানকারী সাবেক এমপি গোলাম মোস্তফাকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
অভিযোগের বিষয়ে সাবেক এমপি গোলাম মোস্তফার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ব্যাস্ত আছেন, পরে কথা হবে বলে ফোন কেটে দেন। উল্লেখ্য,এই হামলায় এক পুলিশ অফিসার ও চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST