ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই শ্লোগানে নীলফামারীর ডিমলায় “আলোকিত শৈলারঘাট” একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে প্রায় ১ হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬-আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল ৪-টা পর্যন্ত উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা পারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে “আলোকিত শৈলারঘাট” সংগঠনের সহ-সভাপতি সেলিম খানের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির শুভ-উদ্বোধন করেন উক্ত ইউনিয়নের ৯-নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা।
বিনামূল্যে রক্তের গুপ নির্নয়ের পুর্বে বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, পারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি বাবু বিরেন্দ্র নাথ রায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলম, সহকারী শিক্ষক মাহবুব আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহরাব হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য, মানুষ হয়ে মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা সহ সেবা দেয়া বা সেবা করা আমাদের কর্তব্য। আসুন আমরা অসহায়, গরিব-দুঃখী মানুষদের জীবন বাঁচানোর জন্য চিকিৎসা সেবার দিকে খেয়াল রাখি। সেই সাথে তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার কোন বিকল্প নাই, তাই আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান। আপনার সন্তান কোথায় কি করছে পিতা-মাতা হিসেবে খেয়াল খোঁজ রাখবেন। আপনার সন্তান যেন মাদকাসক্ত হয়ে না পরে বলে এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে বিষদ আলোচনা করেন।