ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
পঞ্চগড়ে গোপনে জোত মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ টি গাছ কেটে বিক্রির অভিযোগ

পঞ্চগড়ে গোপনে জোত মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ টি গাছ কেটে বিক্রির অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি ,
পঞ্চগড়ে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জোত মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩০ টি গাছ সরকারি বিধি না মেনে গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। ওই গাছগুলো কিনে নিয়েছেন তমিজ উদ্দিন নামের স্থানীয় এক কাঠ ব্যবসায়ী। রোববার ওই কাঠ ব্যবসায়ীর লোকজন বিদ্যালয়ের কিনে নেয়া গাছ কেটে নিয়ে যেতে শুরু করেছেন। বিনা কারণে বিদ্যালয়ের প্রায় ৪ লাখ টাকা মূল্যের বড় বড় ৩০ টি গাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অল্প দামে বিক্রি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি জোত মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র রায় গোপনে বিদ্যালয়ের মাঠের চারপাশের সুশোভিত বড় বড় ইউক্যালিপটাস, কাঁঠাল ও বট গাছ বিক্রয় করার পরিকল্পনা করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের কোন অনুমতি না নিয়েই গোপনে তারা কেবল মাত্র ময়দানদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারকে অবহিত করেই বড় বড় আকৃতির ৩০ টি গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী তমিজ উদ্দিনের কাছে বিক্রি করে দেন। প্রায় ৪ লাখ টাকা মূল্যের ওই গাছগুলো মাত্র ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে দাবি করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কাঠ ব্যবসায়ীর লোকজন বিদ্যালয়ের কিনে নেয়া গাছ কাটতে আসলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বিদ্যালয় ভবন ও মাঠের চারপাশে ছায়া দেয়া গাছগুলো বিনা কারণে বিক্রি করে দেয়ায় বিস্মিত তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, গাছগুলো বিদ্যালয়ের চারপাশে ছায়া দিতো। প্রতিটি গাছের বয়স ১৪/১৫ বছর। বড় বড় গাছগুলো বিনা কারণে গোপনে বিক্রি করে টাকা আত্মসাতের পরিকল্পনা করছিল প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। এতোগুলো গাছ বিক্রি হলো অথচ আমরা কেও জানলাম না।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র রায় বলেন, বিদ্যালয় মাঠের চারপাশের গাছগুলোর কারণে পাশের জমির ফসলের ক্ষতি হচ্ছে। তাই তাদের আপত্তির কারণে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয়া হয়।
জোত মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, ময়দানদিঘী ইউনিয়নের চেয়ারম্যান অনুমতি নিয়ে আমরা গাছগুলো ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
ময়দানদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ওই বিদ্যালয়ের গাছগুলো তারা কাটবে বলে আমাকে জানিয়েছে। আমি বলেছি নিয়ম মেনে গাছগুলো যেন কাটা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, এ ঘটনায় বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসানকে তদন্ত করে সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান বলেন, সরকারি বিধি না মেনে ওই প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার কথা শুনেছি। আমরা গাছগুলো জব্দ করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। গাছগুলো জব্দ করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST