ঘোষনা:
শিরোনাম :
হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য
ফলপ্রসূ আলোচনার আশায় আছি। আমাদের সম্পর্ক যথেষ্ট শক্তিশালী,বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ফলপ্রসূ আলোচনার আশায় আছি। আমাদের সম্পর্ক যথেষ্ট শক্তিশালী,বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ঢাকা প্রতিবেদক,
ফলপ্রসূ আলোচনার আশায় আছি। আমাদের সম্পর্ক যথেষ্ট শক্তিশালী,বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই নিকট প্রতিবেশীর সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার টেবিলে অনেক প্রসঙ্গ রয়েছে। এ বিষয়গুলোতে মঙ্গলবার ফলপ্রসূ আলোচনা হবে। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে এই আশাবাদের কথা শোনালেন এস জয়শঙ্কর।
সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বিমানবন্দরে ঢাকা সফরের প্রত্যাশার কথা বলতে গিয়ে এস জয়শঙ্কর বলেন, ‘ঢাকায় এসে আমি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা আমার প্রথম সফর। আগামীকাল (মঙ্গলবার) ফলপ্রসূ আলোচনার আশায় আছি। আমাদের সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিতে আমাদের কাছে আলোচনার অনেক বিষয় রয়েছে।’ মঙ্গলবার সকালে এস জয়শঙ্কর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর সেখানে তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এক মধ্যহ্নভোজে যোগ দেবেন তিনি। বিকেলে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তাঁর সম্মানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে শেষে বুধবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST