ঘোষনা:
সৈয়দপুরে সেবক এনজিও’র অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

সৈয়দপুরে সেবক এনজিও’র অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

সৈয়দপুর, নীলফামারী  প্রতিনিধি ,

নীলফামারীর সৈয়দপুরে সেবক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের স্থানীয় একটি সমবায় সমিতির বিরুদ্ধে ঋণ প্রদানের নামে প্রতারণা, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকগণ। ১৯ আগস্ট দুপুরে জিআরপি পুলিশ ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত গ্রাহকের পক্ষে লিখিত বক্তব্য বলেন সিঙ্গার বাংলাদেশ সৈয়দপুর শো-রুমের ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন প্রামানিক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্ত্রী ওই সমিতির নিয়মিত গ্রাহক। ইতোপূর্বে দুই দফায় ৫ লাখ ও ১০ লাখ টাকা সুদ-আসলে পরিশোধ করা হয়েছে। তৃতীয় দফায় ১২ লাখ টাকার ঋণ আবেদন করা হয়। কিন্তু সবকিছু সম্পন্ন করার পর ঋণ বাতিল করা হয়েছে বলে জানানো হয়। এতে গ্রাহক আর্থিকভাবে ক্ষতির শিকার হন। তিনি আরও বলেন, ওই এনজিও’র পরিচালনা পর্ষদের ৮ জনের মধ্যে ৬ জনই সরকারি কর্মকর্তা। তাছাড়া সরকার নির্দেশিত এক অঙ্কের সুদের স্থলে ওই এনজিও বর্তমানে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৪০ শতাংশ সুদ আদায় করছে। সেবক এনজিও’র এসব অনিয়ম-দূর্নীতিতে স্থানীয় উপজেলা সমবায় কর্মকর্তার যোগসাজস রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকগণ সেবক এর বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST