মোঃ ইউসুফ আলী , দিনাজপুর প্রতিনিধি ,
সিদ্ধান্ত সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে উৎপাদন মুখী ও টেকসই সমবায় সমিতি গঠনের লক্ষ্যে উদ্বুদ্ধ করন ও নিবন্ধন পূর্ব প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বুধবার দুপুরে দিনাজপুর শহরের কালুর মোড়স্থ মিশ্র হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ শাহ জাহান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সিদ্ধান্ত সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি জয়ন্ত কুমার মিশ্র’র সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক বাসুদেব চন্দ্র দাস বাদল, উপজেলা সমবায় কার্যালয়ের সহ পরিদর্শক সাধুরাম রবি প্রমুখ। এসময় উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সমিতির সকল সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।