ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
কিশোরগঞ্জে ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী অমল রায় ।

কিশোরগঞ্জে ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী অমল রায় ।

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ,

ড্রাগন ফল চাষ করে অর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন অমল রায়। দারিদ্রের কষাঘাতে এক সময় যিনি জর্জরিত হয়ে পড়েছিলে তিনি এখন অর্ধ্ব কোটি টাকার মালিক।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা বগুলাগাড়ী গ্রামের মনমোহন রায়ের দ্বিতীয় পুত্র অমল রায় পিতার অভাব অনটনের সংসারে বেশিদুর পড়ালেখা করতে পারেনি। ১৯৯২ সালে এসএসসি পাশ করে সংসারের হাল ধরেন। এরেই মধ্যে বড়ভাইয়ের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন তিনি। সংসারের  জোয়াল টানতে টানতে হাপিয়ে পড়েন এক সময়। এসময় তার এক বন্ধুর পরামর্শে তিনি নাটোরের কৃষি গভেষণা কেন্দ্র থেকে ১০০পিচ ড্রাগন ফলের চারা সংগ্রহ করে ২০শতাংশ জমিতে লাগান। চারা লাগানোর ১৮ মাস পর পাতায় পাতায় ফল ধরতে শুরু করে। ড্রাগন এফলের স্বাদ ও উপকারিতা সর্ম্পকে এলাকার লোকজন না জানায় তিনি পড়েন মহাবিপাকে। প্রথম মত্তসুমের উৎপাদিত ফল নিয়ে তিনি বড়বড় শহরে গিয়ে ফেরি করে বিক্রি করেন। এমনকি অনেককে বিনাপয়সায়ও দিতে হয়েছে। কিন্তু এখন মত্তসুমের শুরুতে ব্যবসায়ীরা তার বাড়ীতে এসে ড্রাগন ফলের জন্য অগ্রীম টাকা রায়না করে যায়।
অমল রায় জানান, এফলের মত্তসুম হচ্ছে চৈত্রিমাস থেকে অগ্রাহয়ন পর্যন্ত। ফুল থেকে ফল পাঁকা পর্যন্ত সময় লাগে দু মাস। একটি মত্তসুমে তিনি ৫ থেকে ৬ বার ফল কাটতে পারেন। চলতি মত্তসুমে তার বাগান থেকে এ পর্যন্ত তিনি ৭ মন ফল বিক্রি করেছে ৮৪ হাজার টাকা। আরও ৭মন ফল উৎপাদন হবে, তিনি আশাবাদি। প্রতিকেজি ড্রাগন ৫০০টাকা কেজি দর হিসেবে ১লাখ ৬০হাজার থেকে ১লাখ ৮০ হাজার টাকার ফল বিক্রি কববেন। এছাড়াও তিনি মায়ানমারের লাল কলার পরীক্ষামূলক চাষ শুরু করেছেন। উৎপাদন ও ভালো দাম পেলে তিনি এটিও চাষ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন অমল চন্দ্র একজন ভালো চাষি। তিনি তার ড্রাগন ফল চাষের বিষয়ে প্রায়ই পরামর্শ নিতে আসেন। এই ফলে মিনাবেল জাতীয় পর্দাথ আছে। এটি খেতে খুবই সুস্বাধু।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST