নীলফামারী প্রতিনিধি ,
ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নীলফামারী সদর উপজেলা ও জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ়্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের কেন্দ্রীয় শীব মন্দির চত্তর থেকে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ়্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শীব মন্দির চত্তরে ফিরে আসে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, সদর শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, সংগঠনিক সম্পাদক শ্রী চন্দন মহন্ত প্রমূখ।