নীলফামারী প্রতিনিধি ,
পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩৪বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল। এতে নেতৃত্ব দেন র্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার ইমরান খান।শুক্রবার(২৩আগষ্ট) সকালে ও দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হোসেনপুর গ্রাম এবং মুকুন্দপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ জানায়,সকালে মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামে অভিযান চালিয়ে আনজুয়ারা বেগমকে(৪২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আনজুয়ারা হরিহরপুর কাটলা এলাকার আখতারুলের স্ত্রী।
পরে দুপুরে দিনাজপুর বিরামপুর শহরের হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে এরশাদ হোসেনকে(২৮) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরশাদ চন্ডিপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় বিরামপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন র্যাবের উপ-সহকারী পরিচালক(ডিএডি) শাহ আলম। বিষয়টি নিশ্চিত করে র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইমরান খান বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ে এসে বিভিন্ন স্থানে সরবরাহ করতো এরশাদ আর আনজু চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। তিনি বলেন, ক্যাম্পের আওতায় এটিই সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা।