সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
সৈয়দপুর পৌর এলাকার কয়াগোলাহাটে গড়ে তোলা পাতাকুঁড়ি পার্কে বিনোদনের আড়ালে অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৪ আগস্ট) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেসক্লাব চত্ত্বরে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোতালেব হোসেন হক, উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ সোহাগ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সরকার, এলাকার প্রবীণ ব্যক্তি মোজাম্মেল মিস্ত্রি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভূমিদস্যু জয়নাল আবেদীন ২০১৭ সালে ওই এলাকায় পঁচা নদী ও সরকারি খাস জমি দখলে নিয়ে এবং কৃষকের জমি জবর দখল করে পাতাকুঁড়ি বিনোদন পার্ক গড়ে তোলেন। নামে বিনোদন পার্ক হলেও সেখানে দিনে-রাতে রুম ভাড়া দিয়ে দেহব্যবসা চালানো হচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক প্রেমিক জুটি সেখানে নিরাপদ আশ্রয় পাচ্ছে। অনেকে স্কুল ড্রেস পরা অবস্থায়ও আসছে। পাতাকুঁড়ি পার্ক সামাজিক পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, পাতাকুঁড়ির অসামাজিক কাজের প্রতিবাদ করায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকারকে চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা সোহাগ সরকারের নিঃশর্ত মুক্তি ও পার্কে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।