নীলফামারী প্রতিনিধি,
জেলার ডোমারে একটি বাড়ি থেকে চারটি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীররাতে উপজেলার সোনারায় ইউণিয়নের খাটুরিয়া গ্রামের সেন্টার পাড়ার মোঃ গোলাম কিবরিয়া মানিকের বাসায় এই চুরির ঘটনাটি ঘটেছে। মানিক সেন্টার পাড়ার মোঃ হামিদার রহমানের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গরু চুরির ঘটনায় গরু মালিকদের মধ্যে গরু চুরির ভয় বিরাজ করছে। এর আগেও ঐ এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
থানায় অভিযোগে জানাযায়, উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া সেন্টারপাড়ার হামিদার রহমানের ৮টি গরু রয়েছে। গরুগুলি প্রতিদিন সন্ধার সময় বাড়ীর পুর্ব দিকে গোয়াল ঘড়ে বেধে রাখা হয়। শুক্রবার ভোরে বাড়ীর মালিকের ছেলে মানিক ঘুম থেকে উঠে ঘড় থেকে বাড়ীর বাইরে বের হলে গোয়াল ঘড়ের দরজা খোলা দেখতে পেয়ে গোয়াল ঘড়ের ভিতরে প্রবেশ করে দেখতে পায় ৮টি গরুর মধ্যে ৪টি বড় গরু কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। গোলাম কিবরিয়া মানিক জানান,বাড়ীর পুর্বদিকে গোয়াল ঘরের দরজার তালা ও বাহির গেটের তালা কেটে গোয়াল ঘর হতে একটি আড়িয়া,দুইটি বাচ্চি ও একটি গাই গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। গরুগুলির আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকার মত বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার রাতে এ ব্যাপারে মানিক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছেন চোরদের ধরার চেষ্টা চলছে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান গরুচুরির অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চোরদের ধরার ব্যবস্থা চলছে বলেও তিনি জানান।