কামরুল হাসান ,গাইবান্ধা প্রতিনিধি ,
গাইবান্ধার সাদুল্লাপুর শহরতলীর একটি বাসার গলি থেকে গর্ভপাত করা এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর শহরের পশ্চিমপাড়াস্থ কচিকন্ঠ প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন দক্ষিণ পাশে আলিম উদ্দিনের বাসার গলিতে কে বা কারা ওই গর্ভপাত করা শিশুটির মরদেহ ফেলে রেখে যায়। শিশুটির গলায় ক্ষত চিহ্নিত রয়েছে। শিশুটি মাতৃগর্ভে বয়স অনুমান ৭ মাস হবে। পরে পুলিশ খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেন।
সাদুল্লাপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।