রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারী ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাঃ সম্পাদকের দন্দ ,প্রকাশ্য রুপ নিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত গড়িয়েছে। ডোমারে সংবাদ সন্মেলনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুলসহ নৌকা বিরোধীদের দল থেকে বহিস্কারের দাবী ও আহবায়ক কমিটি গঠন করে উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল করার দাবী জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে(২৭আগষ্ট) ডোমার ডাকবাংলোয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক,সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ,সাঃ সম্পাদক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি করিমুল হক, মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মেহেরুন আকতার,ছাত্রলীগ সভাপতি সব্যসাচী, সাধানর সম্পাদক হাফিজুর রহমান মানিক,উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি,সম্পাদকসহ জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি নুরুল হক বাবলু উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকা মার্কার বিরুদ্ধে কাজ করেছেন খায়রুল আলম বাবুল ও তার অনুসারীরা। শুধু উপজেলাতে নয় গত পৌরসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন তিনি।
এরআগে জাতীয় নির্বাচনে নৌকা না পেয়ে অপপ্রচার চালান এবং দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থান নেন।
সম্মেলনে অভিযোগ করা হয় খায়রুল আলম বাবুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন এবং দলের ভেতরে ষড়যন্ত্র করছেন। তাকে কোন ভাবে মেনে নিতে পারছেন না নেতা কর্মীরা। আগামী ১৪সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলের আগে বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের দাবী জানানো হয়।
তাকে বাদ দিয়ে অন্য যে কাউকে আহবায়ক হিসেবে দায়িত্ব দিলে কারো আপত্তি থাকবে না বলে জানানো হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক বলেন, ডোমারের বিষয়টি জেলায় শুধু নয় কেন্দ্রীয় নেতারাও অবহিত রয়েছেন। সম্মেলনের আগে আহবায়ক কমিটি গঠন কিংবা বহিস্কারের বিষয়টি কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারেন।