গাাইবান্ধা প্রতিনিধি ,
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে রামপুরা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করার ঘটনায় বখাটে আশিকসহ সাজু গংদের শাস্তির দাবীতে মঙ্গলবার (২৭ আগস্ট) রামপুরা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবেকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রেজ্জাক মিয়া, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, রামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম, মোছা. মিশু আক্তার, বীর মুক্তিযোদ্ধা সাইদার রহমান ও বীর উত্তম বদিউল আলম সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক গোলাম আজম রঞ্জু।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিনিয়িত কুঞ্জ নাকাই গ্রামের বখাটে আশিক মিয়া আহত স্কুলছাত্রীকে প্রেমসহ নানা কু প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এবিষয়টি ওই ছাত্রী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের জানালে বখাটে আশিক ক্ষিপ্ত হয়ে গত রবিবার (২৫ আগস্ট) গভীর রাতে কৌশলে ছাত্রীর শয়ন কক্ষে ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে মেয়েটি স্তন মারত্মকভাবে জখম হয়। এসময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে বখাটে আশিকসহ তার সঙ্গীরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ঐ ছাত্রীকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করালে ডাক্তাররা ঐ ছাত্রীর বুকে ২৮ টি সেলাই করে।বর্তমানে ঐ ছাত্রী এ হাসপাতালের জরুরি বিভাগে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন , স্থানীয় সাজু মেম্বরের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ তার ভাতিজা আশিকসহ সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এর আগেও এলাকায় যেসব কিশোরীদের মেয়েদেরকে চাকু মারার ঘটনা ঘটেছিলো সেই ঘটনা গুলোর সাথেও এদের সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারনা তাদের।
উল্লেখ্য গত কয়েকদিন আগে স্থানীয় ব্যবসায়ী সান ট্রেডার্সের সাথে কথাকাটাকাটির জের ধরে তার দোকানঘর ভাংচুর করে এই সন্ত্রাসীচক্রটি।এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবীসহ অবিলম্বে সাজুবাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ঘটনায়, ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করায় পুলিশ অভিযুক্ত ১ নং আসামি আশিককে আটক করেছে এবং ২ নং আসামী রফিকুলকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের মা কে আটক করে।